'যে ভিডিওটি আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, অত্যন্ত খারাপ ঘটনা। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। এটা পারিবারিক বিষয় কিনা, সেটা দেখতে হবে'। বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন,'দিলীপবাবু কাল যাননি কেন? টুল নিয়েও বসতেন। টুলটাও দেয়নি! একটা গোষ্ঠী দিলীপ ঘোষদের ডাকে না'।