Advertisement

'CAA হতে দেব না', Bangladesh এ নির্যাতিত হিন্দুদের বিরোধী Kunal Ghosh ?

'আমাদের রাজ্যে এনআরসি, সিএএ হতে দেব না। আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। ভোটের আগে বিভ্রান্তিমূলক কথা বলবেন। বাস্তবের সঙ্গে কোনও মিল নেই'। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন কুণাল ঘোষ। ব্রাত্য বসু প্রসঙ্গে তিনি বলেন,'ব্রাত্য বসু কোথাও ভারতীয় সেনাকে ছোট করেননি। বাংলা ভাষার উপরে আক্রমণ করেছিল পাকিস্তান সেনা। তার সমালোচনা করেছেন'।

Advertisement
POST A COMMENT