Advertisement

'কত কষ্ট আছে লোকটা!' Dilip Ghosh-র 'ভিতরের কথা' বললেন Kunal Ghosh

'গোটা রাগটা শুভেন্দু ও সুকান্তদের। দিলীপদার ভিতরটা বুঝতে হবে। কত কষ্ট আছেন! দলের বিরুদ্ধে বললে সভায় ডাক পাচ্ছে না'। খড়্গপুরে দিলীপ ঘোষের আলাদা কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। সেই সঙ্গে বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে তিনি বলেন,'একুশে জুলাই শহিদ তর্পণের দিন। পাল্টা কর্মসূচি ডাকলে বোঝা যাবে শহিদের সম্মান করে না'।

Advertisement
POST A COMMENT