Advertisement

সবটা করেছেন Mamata, ভোটের মুখে উদ্বোধন নাটক PM Modi এর, Metro নিয়ে বললেন Kunal Ghosh

রাজ্যে নতুন মেট্রোপথের সূচনা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন নরেন্দ্র মোদী। এত বছর দেরি করে ভোটের সময় উদ্বোধন করতে চলেছেন। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া। ভোটের মুখে উদ্বোধন করে নাটক করছেন'।

Advertisement
POST A COMMENT