Advertisement

'RG Kar নির্যাতিতার বাবা কোর্টে প্রমাণ দিতে পারেননি', দাবি করলেন Kunal Ghosh

ব্যাঙ্কশাল কোর্টে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেননি আরজি কর নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার এই দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। মামলা প্রসঙ্গে কুণাল বলেন,'আজ প্রমাণ হয়ে গেল ওঁদের কাছে কোনও প্রমাণ নেই। উনি নিজের বয়ানই বলতে পারলেন না। তার বদলে সময় নষ্ট করার কৌশল নিয়েছেন ওঁর আইনজীবী। রণে ভঙ্গ দিয়েছেন'।

Advertisement
POST A COMMENT