'বিবেক অগ্নিহোত্রী নামেই পরিচালক। মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চান। গুজরাত ফাইলস করেননি কেন? ইউপি ফাইলস, মণিপুর ফাইলস কেন করেননি? বাংলাকে কালিমালিপ্ত করতে এসেছেন। বাংলা থেকে বের করে দেওয়া উচিত'। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার প্রদর্শন বন্ধ করা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।