Advertisement

Kunal Ghosh Viral Tweet: কে এই রাজ্যের শীর্ষস্থানীয়, যাঁর বিরুদ্ধে রেপের অভিযোগ আনলেন কুণাল?

পুজোর আগে রাজ্য় রাজনীতিতে নতুন করে চাঙ্গা করে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার জোরা টুইটে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা। এই নিয়ে রাজ্যে কানাঘুসোও শুরু হয়ে গিয়েছে। রবিবার বেলা 11.53 মিনিটে একটি পোস্ট করেন তিনি, সেই পোস্টে তিনি লেখেন, 'রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দিল্লি। অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে। অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন। নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন। আপাতত এই টুকুই।'

Kunal Ghosh Viral Tweet

Advertisement