Advertisement

Kunal Ghosh Vs Sajal Ghosh: সজলের বাবার নাম তুলে আক্রমণ কুণালের, পাল্টা 'বাপের ব্যাটা' চ্যালেঞ্জ BJP নেতার

মদ্যপ অবস্থায় সজল ঘোষ কংগ্রেস নেত্রীর বান্ধবী চিত্রাকে গুলি করে মেরেছিলেন। অভিযোগ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। তাঁর দাবি, ওই ঘটনার জন্য গ্রেফতার হয়েছিলেন সজলের বাবা। পাল্টা বিজেপি নেতা সজল ঘোষের দাবি, আমি আপনাকে বলব, বাপের ব্যাটা হলে প্রমাণ করুন, তিনি খুনের অপরাধে দোষী।

Advertisement
POST A COMMENT