Advertisement

Mamata Banerjee: বাজেটে ঘোষণা নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, মমতা যা বললেন

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনও ঘোষণা নেই। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে কোনও বরাদ্দ বাড়ানো হয়নি। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে না। অর্থাৎ এসসি ও এসটি মহিলারা মাসে ১২০০ টাকা করেই ভাতা পাবেন। অন্য মহিলারা পাবেন ১০০০ টাকা করে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাজেট পেশ শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্প। ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। ৫০ হাজার কোটি টাকা খরচ হয় রাজ্য সরকারের। অন্য রাজ্যগুলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টুকলি করে, বিশেষ করে বিজেপি।'

Advertisement
POST A COMMENT