Advertisement

Left Front Brigade Rally: 'বিজেপি ও তৃণমূল নেতাদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত', সেলিম-তোপ

'২০১১ সালের যতবার ব্রিগেড হয়েছে ততবার হামলা হয়েছে। বাস ভাঙচুর করা হয়েছে। দিন পাল্টাচ্ছে। কারওর মুরোদ হবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে! বিজেপি আর তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করছে'। ব্রিগেডে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন,'বিজেপি আর তৃণমূলের নেতাদের স্ক্রিপ্ট একজনই লিখে দিয়েছেন। তাঁর নাম আরএসএসের মোহন ভাগবত। বিজেপি ও তৃণমূলকে কী করতে হবে বলে গিয়েছেন। যারা প্রতিদিন হিন্দু-মুসলিমকে লড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না?'

Advertisement
POST A COMMENT