চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন একটি দক্ষিণপন্থী সংগঠন 'আত্মদীপ'। তাতে দাবি করা হয়েছে,'মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট তিনি জেনেবুঝে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করেছেন। শর্তহীন ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে'। এনিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,'মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সুরাহা দেওয়ার চেষ্টা করছেন। সেই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনি জটিলতা তৈরি করার চেষ্টা হচ্ছে'।