Advertisement

Kunal On Tapas:'জনপ্রতিনিধি হিসেবে একইঞ্চিও পিছনে রাখতে পারবো না', তাপসের পাশে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসা কুণালের

তাপস-স্তুতি কুণালের। উত্তর কলকাতায় ভোটের আগে এমন ঘটনায় সাড়া পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস। তাঁর দলত্যাগ আটকানোর চেষ্টা করেছিলেন কুণাল। তা সফল হয়নি। বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতার টিকিট পান তাপস। অধুনা বিরোধী সেই তাপসকেই যোগ্য প্রার্থী বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Advertisement
POST A COMMENT