মাধ্যমিক পরীক্ষার্থীদের ভরসা জোগাতে একরাশ শুভেচ্ছা বার্তা নিয়ে স্কুলে হাজির কলকাতার পুলিশ কমিশনার। আজ সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেইমতো এদিন সকাল ১১ টা নাগাদ দক্ষিণ কলকাতার দুটি স্কুলে পৌঁছে যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল। এদিন সকালে প্রথমে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে পৌঁছান পুলিশ কমিশনার। এরপর তিনি জানান বালিগঞ্জ সার্কুলার রোডের সেন্ট লরেন্স হাই স্কুলে। দুই স্কুলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য শুভেচ্ছা বার্তা দেন তিনি। পাশাপাশি পরীক্ষা চলাকালীন বিদ্যালয় চত্তরগুলিতে তিন ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
CP Vineet Goyal visits the Madhyamik examination centers in Kolkata