ম-এ মালদা, ম-এ মহেশতলা.... শুভেন্দুর নিশানায় আর এক 'ম'। ৮০ ভাগ হিন্দু ভোট দিলে ২৬ সালে জাতি অত্যাচারী, মুসলিম লিগ সরকারকে উপড়ে ফেলে দেবে বিজেপি'। ২০২৬ সালের জেতার অঙ্ক বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।