Advertisement

Mamata Banerjee: অভিষেকের মা-লতার সঙ্গে ফুল তোলেন, আদ্যাপীঠে জানালেন মমতা

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'আজ আমি আদ্যাপীঠে এসেছি, আমি বাড়িতে রোজই আদ্যাস্তপ পাঠ করি। প্রতিদিন সকালে দেবতাদের পুজো করি। সকালে ঘুম থেকে উঠে আমার একটা সিংহাসন আছে। সেখানে আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মায়েরা আছে। পিতৃদেবতা আছে, মাতৃদেবতাও আছে। আর আমার সঙ্গে সকালে ফুল তুলতে যায় লতা। আমার সঙ্গে ও থাকে। ও ফুলগুলো তুলে আনে। সেই ফুলগুলো তুলে এনে আমরা দুজনে ফুলগুলো ঠাকুরগুলোকে দিয়ে দিই।' এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'লতার পরিচয়টা দিয়ে দিই। ও আমার ভাইয়ের বউ। অভিষেকের মা। আমি যখন কোনও ধর্মকাজে যাই তখনই লতাকে নিয়ে যায়। কারণ, আমার মনে হয় এসব ক্ষেত্রে একজন মহিলা সঙ্গে থাকা ভালো।'

Advertisement
POST A COMMENT