scorecardresearch
 
Advertisement

Kolkata doctor's rape-murder case: বিনীতের অপসারণ 'কসমেটিক সার্জারি'! মমতার চাল কে ধরে ফেললেন?

Kolkata doctor's rape-murder case: বিনীতের অপসারণ 'কসমেটিক সার্জারি'! মমতার চাল কে ধরে ফেললেন?

আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে শেষে পর্যন্ত অপসারিত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু একসময় এই বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এত তাড়ার কী আছে। সামনে দুর্গাপুজো আছে। অর্থাৎ ভাবটা এমন ছিল যেন বিনীত গোয়েল কলকাতার সিপি না থাকলে রাজ্যে দুর্গাপুজো হবে না। কিন্তু নিজের অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে আগের মতো না থাকে তাই জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সব শুনছি সব করছি, সব শুনছি সব করছি, কিন্তু কিছুই করছি না কিছুই শুনছি না। যেটা হয়েছে সেটা একটা " কসমেটিক সার্জারি " হয়েছে শোভা বর্ধন হয়েছে কাজের কাজ কিছু হয়নি। আর এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত।

Mamata Banerjee agrees to doctors' demands, announces removal of Kolkata top cop

Advertisement