সোমবার থেকেই GST পরিকাঠামোর পরিবর্তন কার্যকর হয়েছে। ফলে এদিন থেকে নয়া দামে জিনিসপত্র বিক্রি হওয়া শুরু হয়েছে দেশ জুড়ে। কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছে, বহু দোকানদার এখনও পুরনো দামেই জিনিস বিক্রি করছে, এই নিয়ে নানা অভিযোগও আসছে। এ প্রসঙ্গ প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'GST কমানোর সমস্ত ক্রেডিটই বাংলার। তাও আমরা একটা চার্ট তৈরি করে দেব GST-র জন্য যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়।'