বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে বিধানসভায় বিশেষ অধিবেশন। আর সেই অধিবেশন উত্তাল হল শাসক ও বিরোধী বিধায়কদের হইহট্টগোলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের শুরুতেই চিৎকার করতে থাকেন বিজেপি বিধায়করা। রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী বলেন,'বিজেপি চোর, বিজেপি চোর'।
mamata banerjee assembly speech video attacks bjp chor slogan