ভোটের আগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সংস্থা I-Pac প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন ED-র আধিকারিকরা। পাশাপাশি, সল্টলেকের সেক্টর ফাইভেও I-Pac-এর অফিসেও পৌঁছেছে যায় ED। এই খবর প্রকাশ্যে আসার পর আচমকাই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের বাড়িতে পৌঁছন। তারপর একটি ফাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।