Advertisement

জিরো জিরো জিরো... Swamiji এর এই কথাই মেনে চলেছেন Mamata Banerjee

স্কুলছুটের সংখ্যা এখন শূন্য। কন্যাশ্রীর অনুষ্ঠানে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানান,'আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল। আমার এসে চালু করে দিয়েছি'। স্বামীজির কথা মনে করিয়ে মমতা দাবি করেন, প্রান্তিক মানুষদের উন্নয়ন করেছে তাঁর সরকার। সেই সঙ্গে নিজের জীবন সংগ্রামের কথাও তুলে ধরেন। বলেন,'বাবা মারা যাওয়ার পর গলার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম'।

Advertisement
POST A COMMENT