সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে যখন বন্দে মাতরম-এর দেড়শো বছর পূর্তি নিয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই কেন্দ্রকে এই ইস্যুতে সরাসরি আক্রমণ করলেন মমতা। মমতার অভিযোগ, দেশের ইতিহাস সম্পর্কে বিজেপির ধারণা নেই, তাই বাংলার মহাপুরুষদের অপমান করতে দ্বিধা করে না তারা। মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি বিজেপির কিছু নেতা বলেছেন, তাঁরা নেতাজিকে পছন্দ করেন না। নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রকে যদি অপমান করেন, তবে কাকে সম্মান করবেন?” তিনি আরও দাবি করেন, বাংলার আত্মমর্যাদা ও স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান অস্বীকার করার চেষ্টা চলছে। বন্দে মাতরম বাংলার গর্ব ও জাতীয় চেতনার প্রতীক, সেটিকে দলীয় স্বার্থে ব্যবহারের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও জাতীয় নেতাদের সম্মান করা জরুরি।