BLA-দের নিয়ে মিটিংয়ে ফের মাইকে বিভ্রাট তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাত্ সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের মিটিংয়ে হঠাত্ মাইকের সাউন্ড নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হলেন মমতা। পুলিশ থেকে শুরু করে পার্টি নেতৃত্ব, সবাইকে তিরস্কার করলেন। 'প্রতিদিন মাইকে প্রবলেম কেন হচ্ছে। ইকো হচ্ছে। অন্তর্ঘাত হচ্ছে না তো?'