Advertisement

'খেলা হবে', Mamata এর গাওয়া গান বাজল রেড রোডের কুচকাওয়াজের

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাজল 'খেলা হবে' গান। কথা ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমীর প্যারেডেই বাজল গানটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে জনপ্রিয় হয়েছিল খেলা হবে। সেই 'খেলা হবে'  শব্দবন্ধনী ব্যবহার করে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী। নিজে গেয়েছেনও।

Advertisement
POST A COMMENT