Advertisement

'বদলা নয়, বদল চাই' বদলে দিলেন Mamata Banerjee, নতুন কী স্লোগান দিলেন

'বদলা নয়, বদল চাই'। এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই স্লোগান বদলে দিলেন তৃণমূল নেত্রী। বললেন,'কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া। কথায় কথায় নবান্ন অভিযান। আমি আগেরবার বলেছিলাম, বদলা নয়, বদল চাই। আমরা কারওর গায়ে হাত দিই না। এবারের স্লোগান হবে জব্দ হবে স্তব্ধ হবে। আমাদের দর্শন, তোমাদের বিসর্জন'।

Advertisement
POST A COMMENT