নিউটাউনে নিজন্ন ও সুজন্ন আবাসনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'এখানে ১২১০টি ফ্ল্যাট আছে। ১৫ তলা আবাসনের নাম দিয়েছি নিজন্ন। কারণ নিজেদের হয়ে যাবে। আর্থিকভাবে দুর্বলদের জন্য তৈরি হয়েছে ফ্ল্যাট। আর একটি আবাসনে আছে ৭২০টি ফ্ল্যাট। এটার নাম রেখেছি সুজন্ন। জমির দাম নেওয়া হয়নি। ভর্তুকি দিয়ে বাজারের চেয়ে কম দামে ফ্ল্যাট। লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে। ৭ একর জমি বিনামূল্য়ে দিয়েছে রাজ্য সরকার'।