'সিকিমের জল এসে বন্যা করে দিয়েছে। আমি কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে চলে আসছে। ডিভিসি তো ঝাড়খণ্ডকে বাঁচাতে সব জল খালি করে দিচ্ছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেতে জল ভরার ক্ষমতা নেই। তাহলে বাঁধ রাখার দরকার কী? প্রাকৃতিকভাবে জল আসত'।