'প্রায় ৩৩ বছর ধরে এই জায়গায় শহিদের দিবসের সভা হচ্ছে। কারণ এখানে অনেক প্রাণ লুটিয়ে পড়েছিল। এই এলাকায় রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই বছরে একটাই অনুষ্ঠান শহিদ স্মরণে করি। এ নিয়েও অনেকের আপত্তি থাকে। কই তাদের কেন্দ্রীয় অনুষ্ঠান থাকলে আমরা তো সভা করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত'। ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।