Advertisement

'Mother Teresa ফোন করে বলেন, মমতা হেল্প মি', 'নস্টালজিক' CM Mamata Banerjee

কালীপুজোর উদ্বোধনে এসে একাধিক বিষয়ে স্মৃতিচারণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসে মাদার টেরেজার কথাও। মমতার স্মৃতিতে, 'শিয়ালদায় খাবার দিতে গিয়ে দেখি মাদার দাঁড়িয়ে আছেন। উনি বললেন, তুমি এখানে? আমি বলেছিলাম, আপনি যে কাজ করছেন, আমিও সেই কাজ করতে এসেছি।' এরপর একদিন রাতে ফোন করে মাদার টেরেজা তাঁকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন বলেও বলেন মুখ্যমন্ত্রী। 'রাত ১০টা নাগাদ ফোন করে বললেন, মমতা আমাকে একটু সাহায্য করবে।' অতীতের সেই ঝড়ঝাপটা সময়ের কথা টেনে মমতার সংযোজন, 'দুর্দিনে যখন কেউ পরে, আমি তখনও পাশে ছিলাম, আছি, থাকব।

Advertisement
POST A COMMENT