'এখন সিরিয়ালগুলিতে দেখি সারাক্ষণ, এ-ওকে বিষ দিচ্ছে। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার, আর একটা ঝগড়ুটে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। এটা নীলাদিদের হাতে নেই। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি? যে-ই এসব দেখি বন্ধ করে দিই। সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি টেনশন করার জন্য'। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।