'স্কাইওয়াক করেছি দক্ষিণশ্বের মন্দির, কালীঘাটে। জগন্নাথধাম করে দিয়েছি। চন্দননগরেও অনেক উন্নয়ন হয়েছে। জলপাইগুড়িতে জল্পেশ শিবমন্দিরে যাওয়ার পথে নরনির্মিত সেতু তৈরি হল। তারকেশ্বরের উন্নয়নও করে দিয়েছি। বিনা পয়সায় জল, বাঁক রাখার ব্যবস্থা, বিনা পয়সায় পুলিশি ব্যবস্থা- সবই আমরা করি'। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।