'ডায়মন্ড হারবার কতটা চালু! ২-৩ বছরেই আইলিগ চ্যাম্পিয়ন (আইলিগ-২) হয়ে গিয়েছে। বুঝুন বুদ্ধিটা খরচ করতে হবে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে'। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।