Advertisement

Mamata Banerjee On RG Kar Rape Case: 'ধর্ষকের একটাই শাস্তি ফাঁসি', ১০ দিনের মধ্যে কী করতে চলেছেন মমতা?

'ধর্ষণের একটাই শাস্তি ফাঁসি'। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে এ কথাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেব। ধর্ষণ করলে একটাই শাস্তি, ফাঁসি। একটা কাজ করলেই সবাই ঠান্ডা হয়ে যাবে। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব। জানি, রাজাবাবু কিছু করবেন না। না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে। এই বিল সই করতে হবে'।

Advertisement
POST A COMMENT