scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee on Vegetable Price: দামে ছ্যাঁকা সবজিতে, রাশ টানতে যা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee on Vegetable Price: দামে ছ্যাঁকা সবজিতে, রাশ টানতে যা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা

মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী। বাজারে গত জুনের মাঝামাঝি থেকেই আকাশছোঁয়া সবজি-আনাজের দাম। মঙ্গলবার দ্রব্য মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেন। আলু-পেঁয়াজ নিয়ে একাধিক নির্দেশ দেন তিনি। তিনি বলেন, "দামবৃদ্ধি দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের। কিন্তু কেন্দ্র সরকার এতে ফেল করেছে। গত ১০ দিনে দাম আরও বেড়ে গেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর, হয়তো পার্টি ফান্ডে টাকা দিয়েছে, বন্ড কিনেছে। তিনমাস ধরে নির্বাচন চলেছে, ফলে এই সময়ে যে যা পেরেছে দাম বাড়িয়ে নিয়েছে। পাইকারি মালের জোগান কমে গেছে কেন?" দামবৃদ্ধি নিয়ে ধমক দিয়ে মমতা বলেন, "ইনকাম করার তো লিমিট আছে, চাষিরা তো টাকা পাচ্ছে না। ট্রেডার্সরা কয়েকজন এটা পাচ্ছে। কেন এত দাম বাড়ছে?"

Advertisement