Advertisement

Mamata Banerjee: 'পঞ্জাবি অফিসারের কী দোষ ছিল? খালিস্তানি বিতর্কে সরব মমতা

সন্দেশখালিতে কর্তব্যরত পাগড়িধারী আইপিএস অফিসার যশপ্রীত সিংকে 'খালিস্তানি' মন্তব্য নিয়ে বিতর্কে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাষা দিবসের অনুষ্ঠানে এই প্রসঙ্গে ফের বিজেপিকে নাম না করে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পঞ্জাবি অফিসারের কী দোষ ছিল? সে ডিউটি করছিল। পাগড়ি পরে বলে খালিস্তানি বলে দেবে? মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবে?'

Advertisement
POST A COMMENT