নিজের বাড়ির পুজোতে বরাবরের মতো এই বছরও মহা ধুমধামের সঙ্গে পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও। এদিন সন্ধেবেলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোতে হাজির হন। একাধিক বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত থাকেন প্রতি বছর। তাঁদের ভোগ বিতরণ করা হয়।