'আমি নিজে ফুটবল নাচাতে পারলে আপনারা কেন পারেন না ভাই? আমরা ডাংগুলি খেলে মাথা ফাটিয়েছি। কবাডি খেলেছি। লাফ দড়ি খেলেছি। টুকটাক সব খেলাই করেছি। ব্যাডমিন্টন বছরে একদিন খেলি। তাতেও আপনাদের প্রতিযোগিতায় ফেলে দেব'। ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে এসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের মহিলা দলকে ৫০ লাখ টাকা অনুদান দিলেন।