India Today Conclave East 2021 এসে মমতা বলেন, এই নির্বাচন আমার কাছে কোনও আলাদা নেই। আমি একজন স্ট্রিট ফাইটার। আমারা রেশন সম্পূর্ণ বিনামূল্যে। স্বাস্থ্যসাথী কার্ড ৫ লাখ টাকা পাবেন প্রতি পরিবার। শিক্ষা-স্বাস্থ্য সব প্রচুর কিছু বিনামূল্যে রয়েছে। ৯৯ শতাংশ জনগনকে কোনও না কোনও প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য় পিপল।