৩০ সেপ্টেম্বর ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচন। তার আগে জনসংযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরের গুরুদোয়ারায় এলেন তৃণমূল প্রার্থী। বিকেল ৪টের সময় গুরুদোয়ারায় পৌঁছান তিনি। তাঁর সাথে ছিলেন তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। 'পঞ্চাশ হাজার ভোটে জিতবেন মমতা', দাবি করেন তিনি।
Mamata Banerjee will win with 50000 votes in Bhabanipur, claims her brother Kartik Banerjee