বাংলায় অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা। স্পেনের সর্বোচ্চ লিগের কর্তা হাভিয়ার তেভেজের সঙ্গে মউ চুক্তি সাক্ষর করল পশ্চিমবঙ্গ সরকার। মাদ্রিদে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতার তিন বড় ক্লাবের কর্তারা। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লা লিগাকে অনুরোধ বাংলায় অ্যাকাডেমি গড়তে। মৌ সই হয়েছে। খুব তাড়াতাড়ি লা লিগা আমাদের রাজ্যে অ্যাকাডেমি গড়বে। জমির সমস্যা নেই, যা চাইবেন তা পাবেন। তবে আমরা চাই লা লিগার এই অ্যাকাডেমি থেকে মেসি বা রোনাল্ডোর মতো ফুটবলার তুলে আনুক। এর আগে এমনটা হয়নি। আমরা অনেকদিন ধরেই এটা চেয়েছি।
Mamata meets La Liga chief in Spain, talks on investment in football clubs of Bengal