Advertisement

'BJP করলে খতম', TMC কাউন্সিলর Anwar Khan এর হুঁশিয়ারি, Sajal বললেন, Firhad এর ডান হাত

ভরা সভায় তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের হুঁশিয়ারি। যা নিয়ে বিতর্ক। বিজেপি কাউন্সির সজল ঘোষ বলেন,'ববি হাকিমের ডান হাত আনোয়ার খান। মমতাদি ভাষা আন্দোলন করছেন। ওঁর দলের কাউন্সিলর, প্রকাশ্যে বলছেন, সব বিজেপিকে খতম করে দাও'। তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, 'দলের তরফেও বলছি, সকলে সংযত হোন। উগ্র ভাষার ব্যবহার কাম্য নয়'।

Advertisement
POST A COMMENT