Advertisement

Meyera Rat Dokhol Koro Protest At Jadavpur: যাদবপুরে হাজার হাজার মানুষের জমায়েত, 'রাত দখল' করতে রাস্তায় বৃদ্ধ-বৃদ্ধারাও

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘মেয়েরা রাত দখল করো’ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। এইট বি বাসস্ট্যান্ডেও জমায়েত হাজার হাজার মহিলার। এই এইট বি-তেই প্রথম জমায়েতের ডাক দেওয়া হয়। সেখানেই হাজির হয়েছেন বহু মানুষ। স্লোগান তুলে সেখানে প্রতিবাদ জানানো হচ্ছে। আট থেকে আশি সবাই নেমেছে রাস্তায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত যাদবপুর।

Advertisement
POST A COMMENT