Advertisement

Mithun Chakraborty: 'সনাতনীরা এক ছাতার নীচে আসছে...', রাম নবমী উদযাপনে আপ্লুত মিঠুন

'সনাতনীরা এক ছাতার নীচে আসছে, এটাই আনন্দের বিষয়'। রাজ্যজুড়ে রামনবমীর মিছিলে লোকারণ্য দেখে আপ্লুত বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের যে বিভেদের রাজনীতির অভিযোগ করেছে, তার জবাবও দিলেন। মিঠুনের কথায়,কীসের বিভেদ? কার সঙ্গে বিভেদ? এটা হিন্দুদের উৎসব। বিভেদ করার প্রশ্নই ওঠে না'।

Advertisement
POST A COMMENT