দক্ষিণ কলকাতার মুদিআলি ক্লাবের পুজো প্রতিবছরই চমক দিয়ে থাকে। তবে এবছর চমক দিলেও মানুষ-জনের ভিড় নেই সেখানে। চলছে আরতি, চলছে পুজো সহ বিভিন্ন রীতি। তবে সবটাই করোনা বিধি মেনে। সবটাই হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। এমনটাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধ। দেখুন ভিডিও।