Advertisement

ED Raid At Rathin Ghosh House: রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি ইডি-র

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র তল্লাশি। পুরসভা নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালেই খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। আজ তৃণমূলের রাজভবন চলো অভিযান কর্মসূচি রয়েছে। তার আগেই এই ইডি-র তৎপরতা দেখা গেল। রথীন ঘোষের বাড়ি ছাড়াও আর কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন মন্ত্রী রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম উঠে আসে। আর আজ সকাল ৬টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি-র তদন্তকারীরা।

Advertisement
POST A COMMENT