এবার নাগেরবাজারেও 'বিড়লা তারামণ্ডল'। তবে তা পুজোর ক'দিনই। কীভাবে? আসলে Durga Puja 2025 এ অমরপল্লি সর্বজনীন পূজা কমিটির থিম বিড়লা তারামণ্ডল। বিগত কয়েক বছরে ভিক্টোরিয়া মেমোরিয়াল, টাউন হলের মতো হেরিটেজ বিল্ডিংয়ের থিম তুলে ধরেছেন উদ্যোক্তারা।