Advertisement

Mamata at Boroma Temple: বড়মার নামে ফেরিঘাট, হবে পুলিশ ফাঁড়ি, নৈহাটিতে আরও বড় ঘোষণা মমতার

মঙ্গলবার নৈহাটিতে বিখ্যাত বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পুজো দেওয়ার পর বড়মার মন্দির ঘিরে নৈহাটিবাসীর জন্য বেশ কিছু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অন্যতম হল বড়মার নামে ফেরিঘাট। এদিন মমতা বলেন, 'ফেরিঘাট বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটি হাইমাস্ট আলো হবে। বড়মার যে ঘাট দিয়ে সবাই পারাপার হন, সেই ঘাটের উন্নয়ন করা হবে। এমপি ল্যাড থেকে ১০ লক্ষ টাকা দেব। অন্য দিকে, নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি তৈরি করা হচ্ছে বলেও জানান মমতা। তিনি বলেন, 'পার্থ (ভোমিক) সাংসদ হওয়ার পর একটা কাজ করছে, আমায় বলেছে। নৈহাটি ও ভাটপাড়ায় ২টো ওপিডি তৈরি করার জন্য ও এমপি ল্যাড থেকে ২ কোটি, ২ কোটি, মোট ৪ কোটি টাকা দিচ্ছে। এজন্য ওকে ধন্যবাদ দিচ্ছি।'

Advertisement
POST A COMMENT