গত মার্চে নবান্নে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়কের সাক্ষাতের পরেই জল্পনা ছড়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকী। এবার বিস্ফোরক দাবি করেছেন নওশাদ। তাঁর দাবি, বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা TMC-তে যোগদান করার অফার দিয়েছেন। শুধু তাই নয়, মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। পুরো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।