Advertisement

​Breaking News: 'আপনাকে গ্রেপ্তার করা হল' নওশাদকে গায়ের জোরে তুলল মমতার পুলিশ?

এবার সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার করা হল ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। এদিন সায়েন্স সিটির কাছে নওশাদ সিদ্দিকির পথ আটকায় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল। পুলিশ তাকে জানায় 144 ধারা জারি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সন্দেশখালিতে 144 ধারা জারি থাকলেও কি করে কলকাতায় তাকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ তা নিয়েই উঠেছে প্রশ্ন। এদিন নওশাদ প্রশ্ন তোলেন কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হল?

Naushad Siddiqui arrested by Police near science city

Advertisement