নৌবাহিনী সপ্তাহ উপলক্ষে ইস্টার্ন নেভি কমান্ডের দুটি প্রিমিয়াম গাইডেড মিসাইল করভেট - আইএনএস খঞ্জর এবং আইএনএস কোরা নোঙর করল কলকাতা বন্দরে। দুটি জাহাজই বঙ্গোপসাগরে ভারতের নিরাপত্তায় মোতায়েন থাকে।