মুখ্য়মন্ত্রী কী বললেন সেই কথার কোনো গুরুত্ব দেননা। যে রাজ্য়ের মুখ্যমন্ত্রী বিরোধী দলের বিধায়কের সঙ্গে দেখা করেননা, সময় দিতে পারেননা সেই দলের কর্মীরা কী আচরণ করতে পারে তা বলার অবকাশ লাগেনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকি। মনোনয়ন পর্বের শেষ দিনেও রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবং শাসক তৃণমূলের দফায় দফায় সংঘর্ষে অন্তত 2 জনের প্রাণও গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন- বিরোধী বিধায়কের সঙ্গে যিনি সময় দিতে পারেননা, তার দলের কর্মীরা কী আচরণ করতে পারে তা বলার অবকাশ লাগেনা। মুখ্যমন্ত্রী মহাশয়া সবসময় কিছু না কিছু ঘটলেই বিরোধীদের নামে দোষ দেওয়ার চেষ্টা করেন। তার কথার কোনো গুরুত্ব নেই বলে জানান তিনি।
Nawsad Siddiqui Went To Nabanna To Meet Mamata Banerjee